শাহরাস্তিতে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি বাছির মিয়া (৩৫) নামে জনৈক ব্যক্তিকে আটক করা হয়।
২১ মার্চ সোমবার ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে একটি ব্যাগ ভর্তি ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় যাত্রীবেশে মাদক ব্যবসায়ী কুমিল্লার কোতোয়ালি থানার বিবির বাজার পূর্ব পাড়া অরণ্যপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে কাজী বাছির মিয়াকে আটক করা হয়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মাহদী হাসান ও সংঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।