চাঁদপুর নৌ পুলিশের অভিযানে গাঁজাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে। চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নির্দেশে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় সবচেয়ে বেশি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে উপ-পরিদর্শক বাবুল বালা।
১০ এপ্রিল রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের তত্বাবধানে উপ-পরিদর্শক বাবুল বালার নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা লঞ্চ টার্মিনাল থেকে বাহ্মণবাড়িয়ার নবীনগর-কসবার চন্দ্রপুর গ্রামের মিজান মিয়া (১৯)-কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মিজান মিয়া বি-বাড়িয়া থেকে গাঁজাগুলো সংগ্রহ করে বরিশালে পাচারের উদ্যেশে চাঁদপুর লঞ্চ ঘাটে নিয়ে আসে। আমরা গোপনে খবর পেয়ে তাকে আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।