শাহরাস্তিতে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১০ এপ্রিল রোববার রাতে তাদেরকে আটক করা হয়। গতকাল ১১ এপ্রিল সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো : শাহরাস্তির রঘুরামপুর গ্রামের মেহেদী হাসান ও তার বন্ধু যাদপপুর গ্রামের আবু সালেক। এ ঘটনায় আরো ১ যুবক পলাতক রয়েছে।
এ বিষয়ে গতকাল দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ জানায়, ভিকটিম কুমিল্লা জেলার মনোহরগঞ্জের বাসিন্দা লামিয়া আক্তারের সাথে মেহেদী ২ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৮ মার্চ সন্ধ্যায় মেহেদীর ডাকে সাড়া দিয়ে শাহরাস্তি উপজেলার যাদবপুর ব্রিজের কাছে লামিয়া। পরে কৌশলে তাকে পার্শ্ববর্তী বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একই সাথে ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে ধর্ষকরা। এ ঘটনায় নির্যাতিত তরুণী বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। দ্রæত সময়ের মধ্যেই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান তিনি। অপর পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।