Header Border

চাঁদপুর, রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

এই প্রথমবারের মতো বিপুল উৎসাহ-উদ্দীপনা উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীদের পক্ষের লোকজন চাঁদপুর স্টেডিয়ামে এসে ভিড় জমায়।

১৬ মে সোমবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টার পরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোট দিতে আসেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্য সদস্যরা।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন। রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন রজত শুভ সরকার ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন মনিরুল ইসলাম।

২৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। গোপন ব্যালটের মাধ্যমে ৫৭ জন ভোটার হলেও ১ জন সদস্য দেশের বাইরে থাকায় ৫৬ টি ভোট প্রয়োগ করা হয়।

পরে বিকেলে ভোট গণনা শেষে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা বাবুকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে প্রাপ্ত ভোট হচ্ছে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা বাবু ৪৭, অপর সাধারণ সম্পাদক প্রার্থী সফিউল আজম রাজন পেয়েছেন ৯ ভোট।

তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করা হয়। ওই দিন ২৭ পদের জন্য ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৮ মে মনোনয়নপত্র দাখিল করেন ৩০ জন প্রার্থী।

নির্বাচনে ২৭ পদের মধ্যে সাধারন সম্পাদক পদে ২ জনসহ মোট ২৭ পদের জন্য ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন ৮ মে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি ৪ পদে ৪ জন প্রার্থী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১ জন প্রার্থী, যুগ্ম সম্পাদক ২ পদের জন্য ২ জন প্রার্থী, কোষাধ্যক্ষ ১ জন প্রার্থী, সাধারন সদস্য ১৪ পদের জন্য ১৬ জন প্রার্থী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার ২ জন প্রতিনিধি ও ২ উপজেলার ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১০ মে মঙ্গলবার দাখিলকারীদের মধ্যে সাধারণ সদস্য পদ থেকে একজন সদস্য তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যার ফলে বর্তমানে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলো ২৯ জন।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারন সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার ও ক্রিকেটার গোলাম মোস্তফা বাবু ও সাবেক জাতীয় ক্রিকেটার সফিউল আজম রাজন।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
বিএনপি-জামাত জনগণকে কিছু দিতে পারেনি বরং কেড়ে নিয়েছে – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
ফরিদগঞ্জে বন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ‘কলেজে’ উন্নীত!

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান