দীর্ঘদিন পর চাঁদপুর সরকারি কলেজ মাঠ তার পুরোনো পরিবেশ ফিরে পেলো। করোনার প্রকোপে দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের খেলাধুলা। শিক্ষার্থী এবং মাঠের মধ্যে খেলাধুলার কোন সম্পর্ক ছিলোনা বললেই চলে।
গত ২৫ জুন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি চাঁদপুর সরকারি কলেজে আসেন শিক্ষকদের আমন্ত্রণে। বিদায়ের সময় তিনি কলেজ মাঠটিকে আবারো খেলাধুলার মাধ্যমে উজ্জীবিত করার নির্দেশ দেন। সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল ২৭ জুন একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান।
শিক্ষার্থীরা চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফ আহমেদকে তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীরা চান, এই মাঠটি যেন সবসময় খেলাধুলার উপযোগী করা হয়।