চাঁদপুর জেলা শাখার অন্তর্গত কচুয়া উপজেলা শাখার আগামী ০১ (এক) বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন হাসিব আহমেদ শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাঈম হোসেন বেপারি।
বৃহঃস্পতিবার (২৩ মার্চ-২০২৩) চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধান এবং সাধরণ সম্পাদক জিএম মানিক এর সাক্ষরকৃত সংগঠনের নিজস্ব প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে কচুয়া উপজেলা শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা হয়েছে।
এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এ ছাড়াও নবনির্বাচিত এ কমিটিতে সহ সভাপতি: মির্জা রাশেদুল ইসলাম, মোঃ আসুদুল হাসান, হাফেজ মাওলানা আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক: শামীম আহমেদ মাহীর, হাবিবুর রহমান, নাঈম মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক: রিমন তালুকদার, মোঃ রবিউল আলম.
দপ্তর সম্পাদক: মেহেদী হাসান , প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহাদাৎ হোসাইন , অর্থ সম্পাদক: সৌরভ হোসেন, সাহিত্য সম্পাদক: কাউছার হোসাইন, সংস্কৃতি সম্পাদক: ফারুক হোসাইন, সমাজসেবা সম্পাদক: আরিফ হোসেন, ক্রিড়া সম্পাদক: মোঃ আজহার মাহমুদ, রাজনৈতিক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক: আরিফুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু সম্পাদক: আল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: শাহ জালাল ইসলাম সাজু, তথ্য ও গবেষণা সম্পাদক: মোঃ মেহেদী হাসান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পাদক: তানভীর হাসান, আইন সম্পাদক: মোঃ ফয়েজ মিয়াজী, চিকিৎসা সম্পাদক: মাহমুদুর রহমান, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক: শাকিল আহমেদ, সদস্য: আহমেদ পারভেজ, সদস্য: নাজমুল হাসান, সদস্য: মোঃ সোহাগ, সদস্য: মোঃ আলাউদ্দিন, সদস্য: মোঃ আনিছুর রহমান।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণ, সরকারি চাকরিতে কোটা সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের উদ্দ্যেশ্যে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।