কচুয়ায় নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর শিশু হাসানের ভাসমান লাশ উদ্ধার: কচুয়ায় নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর শিশু মো. হাসান নামের দু’ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ১৯ এপ্রিল সোমবার সকাল ৬ টায় যুুগিচাপর মুন্সী বাড়ির পার্শ^বর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে রোববার সকাল ১১টায় বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে শিশু হাসান নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা মো. শাহিন মুন্সী ওই দিন রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন ভোরে শিশুর লাশ পুকুরে দেখতে পায় স্থানীয় লোকজন। তার পরিবারের কোনো ধরনের অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে শিশু হাসানের লাশ যুগিচাপড় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশু হাসানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।