Header Border

চাঁদপুর, বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)

কচুয়ায় ইউপি ভবন ভাংচুর – আটক ৩

কচুয়ায় ইউপি ভবন ভাংচুর - আটক ৩

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে কচুয়ার ৬নং উত্তর ইউনিয়ন পরিষদ ভবনের জানালা, সামনের দেয়াল, সরকারি সাইনবোর্ড ও আওয়ামী দলীয় নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন ভাংচুর করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় দেড় শতাধিক হেফাজত সমর্থক ও নেতা-কর্মী একত্রিত হয়ে তেতৈয়া গ্রামে অবস্থিত ইউপি ভবনে হামলা ও ভাংচুর করে।

এ ঘটনায় ৬নং উত্তর কচুয়া ইউপি সচিব মফিজুর রহমান বাদী হয়ে গতকাল ১৯ এপ্রিল সোমবার ১২ জনের নাম উল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে, যার নং ১৬। ওই মামলার আসামী হিসেবে ৩ জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

গ্রাম পুলিশ নারায়ণ চন্দ্র বলেন, ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে অবস্থান করছিলাম। হঠাৎ হেফাজত সমর্থিত নেতা-কর্মীরা ইউপি ভবনের সামনে ও চারপাশে ভাংচুর চালায়। তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি জানান, যা বলার পুলিশকে বলেছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী অ্যাডঃ এম. আখতার হোসাইন হেফাজত সমর্থিত নেতা-কর্মী কর্তৃক আওয়ামী দলীয় ফেস্টুন ও ইউপি ভবন ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি অপর আসামীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান। ইউপি সচিব মফিজুর রহমান বলেন, রোববার রাতে প্রায় দেড় থেকে দু’ শতাধিক হেফাজত সমর্থিত নেতা-কর্মী উজানী, দারচর ও খিড্ডা এলাকা থেকে আকস্মিক জড়ো হয়ে সরকারি ইউপি ভবনে রাষ্ট্রীয় মালামাল, দরজা-জানালা ও ভবন ভাংচুর করায় আমি কচুয়া থানায় মামলা দায়ের করি।

কচুয়া থানার ওসি মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেফাজত সমর্থিত নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাৎক্ষনিক ৩ জনকে আটক করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
বিএনপি-জামাত জনগণকে কিছু দিতে পারেনি বরং কেড়ে নিয়েছে – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

কচুয়া এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান