চাঁদপুর শহরের কঠোর লকডাউন উপেক্ষা করে দিনদিন জনসমাগম ও যানবাহন বেড়েই চলছে। চাঁদপুর মডেল থানা পুলিশ প্রতিদিন সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে চেক পোস্ট বসিয়েও তা রোধ করতে হিমসিম খাচ্ছে। বিশেষ করে শপথ চত্বর মোড়, মিশন রোড, মিজানুর রহমান চৌধূরী সড়ক, জেএম সেন গুপ্ত রোড, ছায়াবাণী মোড়, হাজী মহসিন রোডসহ বিভিন্ন সড়কে স্বাস্থ্যবিধি না মেনে ব্যাপক হারে জনসমাগম হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের সাথে একযোগে চাঁদপুরেও চলছে কঠোর লকডাউন। আর এ কঠোর লকডাউন বাস্তবায়ন করার লক্ষে গত কয়েকদিন ধরে চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বেশ তৎপর রয়েছে। কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এতো তৎপর থাকার পরেও লকডাউনকে উপেক্ষা করে শহরের অনেক স্থানে জনসমাগম লক্ষ্য করা গেছে।
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে প্রশাসন বারবার সচেতন এবং সতর্ক বাণী দিলেও উদাসীনতায় চলছে জনগন। মার্কেট, শপিং মলসহ মার্কেটের দোকান পাট বন্ধ রাখা হলেও জনসাধারনের পদচারনায় যেন উৎসব মুখর পরিবেশ চলছে শহরের সড়ক গুলোতে। গতকাল ১৯ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরে ঘুরে এমন দৃশ্য চোখে পরে।