চাঁদপুরের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্ন ফ্যাশন হাউজ নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি মোড়ের টাউন হল মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
এ সময় দ্রুত ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পার্শ্ববর্তী দোকান ও মার্কেটটি।
প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১০টায় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে টাউনহল মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এ সময় মার্কেটের অন্য দোকানিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুতই পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ঘটনাস্থলে আসেন। মেয়র অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বপ্ন ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী মো. সোহেলের সঙ্গে দেখা করেন এবং তাকে সমবেদনা জানান।