আজ দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিনিধি দল। নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই সংগঠনটি কাজ করছে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের এই কার্যক্রমের প্রশংসা করেন এবং নারীদের জন্য স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এই ধরনের উদ্যোগ নারীদের আর্থিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বৃহত্তর সমাজেরও মঙ্গল বয়ে আনবে। তিনি নারীদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা এবং কর্মসংস্থানমূলক উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন এবং সংগঠনের সদস্যদেরকে তা কাজে লাগানোর পরামর্শ দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মারিয়া ইসলাম (অনুপমা), উপদেষ্টা শান্তা ইসলাম শিউলি, সভাপতি তানজিলা রহমান ইলা, সহ-সভাপতি তাছলিমা মুক্তা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সেলিনা হোসেন, সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমাইয়া নূর, সহকারী কোষাধ্যক্ষ সুমাইয়া ইসলাম নিসাত, এবং সদস্য সিনজিম ও সিমরান। এই প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে ফাউন্ডেশনের উদ্দেশ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।