রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। টিনসেটের ওই আগুন মুহূর্তের মধ্যে এক এক করে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল জানান, মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত এক শ দোকানেরও বেশি পুড়ে গেছে।