ইলিশের পোনা জাটকা সংরক্ষণে ৫শ’ ৫৩ অভিযানে চাঁদপুর অভয়াশ্রম এলাকা থেকে ১ মার্চ থেকে ২৬ এপ্রিল সোমবার পর্যন্ত ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলা ও উপজেলা টাস্কফোর্স, নৌ-পুলিশ ও কোস্টগার্ড এসব কারেন্ট জাল জব্দ করেন। বিশেষ করে জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করে আদায় হয়েছে ১১ লাখ ৪১ হাজার ৮০৫ টাকা। ২৬ এপ্রিল সোমবার রাতে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের বিবরণে উল্লেখ করা হয়, ১ মাস ২৬ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ৯৭টি। অভিযান পরিচালনা করা হয়েছে ৫শ’ ৫৩টি। জাটকা জব্দ হয়েছে ৩৭.২৩৭ মেট্রিক টন। অন্যান্য মাছ জব্দ হয়েছে ০.০৪৫ টন। কারেন্ট জাল জব্দ হয়েছে ২৪৮.০৩ মিটার। অন্যান্য জাল ৭৮ হাজার মিটার। জব্দকৃক জালের আনুমানিক মূল্য ৪৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। এসব অভিযানের ঘটনায় মামলা হয়েছে ২৫৭টি।
অভিযানে জাটকা ধরার অপরাধে জেলে ও পাচারকাজে জড়িত ব্যক্তি আটক হয়েছে ২শ’ ৮৪ জন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৮৪ হাজার টাকা। এ বছর বিশেষ পদ্ধতি গ্রহণ করে জব্দকৃত নৌকাগুলো নিলামে বিক্রি করা হয়েছে। নৌকাগুলো বিক্রি টাকার পরিমান হচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৮শ’ ৫ টাকা।