চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্য রঘুনাথপুর ডবিøউ রহমান জুট মিলের সামনে সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর মারাত্মকভাবে আহত হয়েছে। এদের মধ্যে ১ কিশোরের অবস্থা আশঙ্কাজনক। গতকাল ২৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে ডবিøউ রহমান জুট মিলের সামনে বেপরোয়া গতিতে ৩ কিশোর মোটর সাইকেল চালিয়ে চাঁদপুর শহরে প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে সজোরে ধাক্কা লেগে ৩ কিশোর মারাত্মক ভাবে আহত হয়। আহতরা হলো : রঘুনাথপুরের খলিলুর রহমানের ছেলে সম্রাট হোসেন (১৫), কবির গাজীর ছেলে রহমত (১৫) ও ফরিদগঞ্জের কালীরবাজার এলাকার শিপন হোসেনের ছেলে মিরাজ হোসেন (১৭)। তবে মিরাজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৩ কিশোরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
মিরাজ হোসেনের পরিবারের লোকজনকে বহুবার খবর দেয়া হলে রাত সাড়ে ৮টায় তার মা হাসপাতালে আসে। জানা যায়, মিরাজের বোনকে সবেমাত্র ক’দিন পূর্বে বিয়ে দেয়া হয়েছে। জামাইকে ব্যবসা করার জন্য টাকা দিবে বলে ঘরে ৬০ হাজার টাকা তার মা ঋণ করে এনে রাখে। দুর্ঘটনার দিন মিরাজ সেই টাকা চুরি করে নিয়ে আসে। তার বন্ধু তুহিনের সাথে মোটরসাইকেলে চাঁদপুরে এসে দুর্ঘটনায় আহত হয়। হাসপাতালে তাদের আনা হলে মিরাজের পকেট থেকে তুহিন ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হলে রাতে মিরাজের মা আসলে বিষয়টি জানতে পারলে অনেকেই বলাবলি করেন এ যেনো মরার উপর খাড়ার ঘা।