চাঁদপুর জেলার মতলব দক্ষিণে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায় মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর বাজারস্থ এলাকায় সকাল ১১টায় মোবাইল কোর্ট, গণসচেতনতামূলক প্রচারণা এবং বাজার মনিটরিং চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৬টি মামলায় সর্বমোট ১৭ হাজার ৪শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ ২৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার পৌর বাজারস্থ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
অভিজানের তথ্যমতে জানা যায় যে, সরকারি স্বাস্থবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহার না করা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করা, অবৈধ মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রয়ের জন্য পৌর বাজারস্থ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিঘ্নিত হওয়ায় ৬ জন ব্যবসায়ীকে ৬টি মামলায় বিভিন্ন ধারায় ১৭হাজার ৪শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, সি এ মোঃ আবু সায়েদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মতলব দক্ষিণ থানার এএসআই মোঃ হেলাল সহ সংঙ্গীয় ফোর্স।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করা, অবৈধ মেয়াদউর্ত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে সবাইকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে বাজারের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।