চাঁদপুরের ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকে।
চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশনেয়। সকালে প্রথমেই চাঁদপুর শহরতলীর আশিকাটি ইউনিয়নের বিসিকশিল্প নগরীতে নিউ লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেমাই উৎপাদনের বৈধতা থাকলেও বিস্কুট উৎপাদনের কোনো বৈধতা ছিলো না। তাই ওই কারখানকে ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। চাঁদপুর শহরের ছায়াবাণী মোড় এলাকার গাজী ফার্মেসী ও আখনাদ ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় পৃথকভাবে আরো ২ হাজার টাকাসহ ৩ ব্যবসা-প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে শহরের বেশ কিছু ফল দোকানীকে সতর্ক করা হয়। যেনো সিন্ডিকেট তৈরি করে তরমুজ কেজি দরে বিক্রি করা না হয়।