হাজীগঞ্জে স্বাস্থ্য বিধি, ভোক্তা অধিকার, বালু মহাল/মাটি কাটা ব্যবস্থাপনা, পণ্য পাটজাত মোড়কের ব্যবস্থাপনা এবং ওজন পরিমাপ মানদÐ আইনের ১৮৬০-এর ২৬৯ ধারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১৪৯টি মামলায় ২ লাখ ৫০ হাজার ৮শ’ ৯০ টাকা জরিমানা করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সকল মামলায় জরিমানা আদায় করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল থেকে চলতি মাসের ১৯ মে পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রম্যমান আদালত পরিচালিত হয়। এর নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার। তিনি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে এ সকল ভ্রাম্যমান আদালতে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে যারা স্বাস্থ্য সুরক্ষা না মেনে চলাচল করেছেন, তাদেরকেই ভ্রাম্যমান আদালতের আওতায় এনে জরিমানা আদায় করেন।