চাঁদপুরের পর্যটন এরিয়া বড়স্টেশন মোলহেডের ত্রি-নদীর মোহনায় একটি মরদেহ ভেঁসে উঠেছে। ৩০ মে রোববার বিকেলে অজ্ঞাত পুরুষ (৩০) মরদেহটি ভেঁসে উঠতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম।
তিনি জানান, বিকেলে হঠাৎ মোলহেডে একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভেঁসে উঠতে দেখে পুলিশকে অবগত করে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহের চেহারা কিছুটা বিকৃত হয়ে গেছে। এ মুহূর্তে নাম পরিচয় কিছু বলা যাচ্ছে না।
এদিকে তাৎক্ষণিক মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে অসংখ্য মানুষজন মরদেহটি দেখতে বড় স্টেশন মোলহেডে ভিড় জমায়।