হাইমচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২জন। নিহত শিশু হাইমচর উপজেলার নয়ানী ল²ীপুর গ্রামের মিজান শেখের পুত্র রাকিবুল হাসান (১১)। এ ঘটনায় শিশুকে বাঁচাতে গিয়ে একই বাড়ির হারিস খাঁন (৭০) ও রিনা বেগম নামে ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
৩১ মে সোমবার দুপুর ১২টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিবুল মারা যায়। ঘটনা সূত্রে জানা যায়, হাইমচরের নয়ানী ল²ীপুর গ্রামের আবুল খায়ের পাটওয়ারী বাড়ি সংলগ্ন রাস্তায় বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে থাকে। পথচারী শিশুটি গাছ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয় লোকজন শিশুটিকে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রাকিবুল হাসান (১১) ৩ ভাই এর মধ্যে সবার বড়। রাকিবুল পশ্চিম ভিঙ্গুলিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী। রাকিবুলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর কোন শান্তনাই কান্না থামাতে পারছে না নিহত রাকিবুলের বাবা দিনমজুর মিজান শেখ ও তার পরিবারের। তাদের ৩ সন্তানের মধ্যে প্রথম সন্তানকে হারিয়ে তাদের কান্নায় এলাকায় বইছে শোকের মাতম।