বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ জুন সকাল ১১টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হুমায়ুন প্রধানীয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাকসুদ আলম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে দেশের সর্বত্রই ব্যাপক উন্নয়ন হয়েছে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন এ দেশে কোনো দুর্নীতিবাজের ঠাই হবে না। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই আওয়ামী লীগ সরকার জনগণকে সাথে নিয়েই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মহামারী করোনা পরিস্থিতির কারনে আজ বৃহত্তম কর্মসূচিকে ছোট করে আওয়ামী লীগ অফিসে করতে হয়েছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাসার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক লোকমান হোসেন মাষ্টার, প্রচার সম্পাদক মুনসুর পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার, হাবিবুর রহমান গাজি, ৩নং আলগী দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক আলী আহম্মদ দেওয়ান, চরভৈরবী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আহŸায়ক আঞ্জুমান আরা লায়লা ভানু, উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল হোসেন আখন।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ মাষ্টার, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, হাইমচর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সোহেল হাওয়ালাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে হাইমচর উপজেলা পরিষদের পক্ষ হতে মাস্ক, সাবান ও স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।