বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি, বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৩ জনু বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ র্যালি বের করে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সম্মুখে বৃক্ষরোপন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগেরে সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু ও সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, শাহআলম, হাসান আব্দুল হাই, আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, সেক্টর কমান্ডারস ফোরামের সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, যুবলীগের যুগ্মআহŸায়ক হাজী সফিকুর রহমান, কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ও যুবমহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।