শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ জুন সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ নিজমেহার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের লালিয়া পাড়া গ্রামের হাসনা বাড়ির মৃতঃ হারুনুর রশিদের পুত্র শাকিল হোসেন ঘটনার সময় পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির আলী আকবরের পুত্র আলী আজগর মোল্লার ঘরের সিলিংয়ে কাজ করছিল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, নিহতের পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো মামলা হয়নি।