চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে মেঘনা ডাকাতিয়ার ঘুর্ননস্রোতে তেলের ট্যাংকার জাহাজের ইঞ্জিন বিকল হয়ে চালকের বুদ্ধি মত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
জানা যায় ২ জুলাই সকাল ১০ টায় ওটি সাদিয়া অনিক নামের তেলের ট্যাংকার জাহাজটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।জাহাজটি বড়স্টেশন মোলহেডের নিকট মেঘনা ডাকাতিয়ার ঘুর্ননস্রোতে পৌঁছলে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।চালক ঘুর্নন স্রোতে দুর্ঘটনা থেকে রক্ষায় জাহাজটি দ্রুত নোঙ্গর করে।কিছুক্ষণ পর জাহাজের ইঞ্জিন সচল করা হয়।ইঞ্জিন সচলের পর নোঙ্গর উঠাতে গেলে দেখা যায় নোঙ্গর নদীর তলদেশে কোন কিছুর সাথে আটকে গেছে।একদিকে ঘুর্ননস্রোত আরেকদিকে নোঙ্গর আটকে যাওয়ায় চালক চরম বেকায়দায় পড়ে। কিছুক্ষণ পর পর ঘুর্ননস্রোতের আঘাতে নোঙ্গর আটকে যাওয়া জাহাজটি দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। মেঘনা থেকে ডাকাতিয়ার প্রবেশ পথে জাহাজটি আটকে পড়ায় এ স্হান দিয়ে অন্যান্য নৌ যান চলাচল ঝুঁকিপুর্ন হয়ে পড়ে। নৌ পুলিশ ও রেল পুলিশ জাহাজের নিকট যায় খোজ খবর নেয়। সংবাদ পেয়ে দুপুর ২ টায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জাহাজের অবস্হা দেখতে মোলহেডে যায়।
এসময়ে চালকের চেষ্টায় আটকে যাওয়া নোঙ্গর ছুটলে জাহাজটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।