কঠোর লকডাউনের তৃতীয়দিনে চাঁদপুর জেলা প্রশাসনের দু’টি হটলাইন নাম্বারে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেয়েছে শতাধিক পরিবার। গতকাল ৩ জুলাই শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা মোটরবাইক করে শহর ও তার আশপাশের এলাকায় এসব খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থদের বাসা-বাড়িতে পৌঁছে দেয়। দুপুরে কার্যক্রম সূচনা করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, লকডাউন চলাকালীন সময়ে যারা কর্মহীন, অসহায় অবস্থায় আছে, তারা যেনো না খেয়ে না থাকেন। সবাই যেন খেতে পায় এবং কারো যেন কষ্ট না হয়। এ কারণেই সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। জেলা প্রশাসনের হটলাইন নাম্বারে যারা ফোন করে সহায়তা চেয়েছিলেন, তাদের বাসা-বাড়িতে মোটরবাইক করে পৌঁছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার
তিনি স্বেচ্চাসেবক টিমের সদস্যদের উদ্দেশ্যে বলেন, এ সহায়তা আপনারা পৌঁছে দিচ্ছেন, আমাদের হয়ে কাজ করছেন, তার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
জানা গেছে, কঠোর লকডাউন শুরু হলে অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা পাওয়ার জন্য দু’টি হটলাইন চালু করা হয়। এসব ফোন নাম্বারে ফোন রিসিভ করে যাচাই-বাছাই শেষে সহায়তা প্রাপ্ত ব্যক্তিদের নির্ধারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তীসহ জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।