Header Border

চাঁদপুর, বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে শতাধিক পরিবার

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে শতাধিক পরিবার

কঠোর লকডাউনের তৃতীয়দিনে চাঁদপুর জেলা প্রশাসনের দু’টি হটলাইন নাম্বারে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেয়েছে শতাধিক পরিবার। গতকাল ৩ জুলাই শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা মোটরবাইক করে শহর ও তার আশপাশের এলাকায় এসব খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থদের বাসা-বাড়িতে পৌঁছে দেয়। দুপুরে কার্যক্রম সূচনা করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, লকডাউন চলাকালীন সময়ে যারা কর্মহীন, অসহায় অবস্থায় আছে, তারা যেনো না খেয়ে না থাকেন। সবাই যেন খেতে পায় এবং কারো যেন কষ্ট না হয়। এ কারণেই সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। জেলা প্রশাসনের হটলাইন নাম্বারে যারা ফোন করে সহায়তা চেয়েছিলেন, তাদের বাসা-বাড়িতে মোটরবাইক করে পৌঁছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার
তিনি স্বেচ্চাসেবক টিমের সদস্যদের উদ্দেশ্যে বলেন, এ সহায়তা আপনারা পৌঁছে দিচ্ছেন, আমাদের হয়ে কাজ করছেন, তার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

জানা গেছে, কঠোর লকডাউন শুরু হলে অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা পাওয়ার জন্য দু’টি হটলাইন চালু করা হয়। এসব ফোন নাম্বারে ফোন রিসিভ করে যাচাই-বাছাই শেষে সহায়তা প্রাপ্ত ব্যক্তিদের নির্ধারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তীসহ জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
বিএনপি-জামাত জনগণকে কিছু দিতে পারেনি বরং কেড়ে নিয়েছে – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান