ফরিদগঞ্জ থানা পুলিশ ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২ জুলাই শুক্রবার রাতে উপজেলার সাচনমেঘ গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো : ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভোলাচো গ্রামের জসিম উদ্দিন পাটোয়ারী (৪২), রাকিব হোসেন (১৮) ও উভারামপুর গ্রামের রুহুল আমিন (৩৫)।
থানা পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযান চলাকালে ২ জুলাই শুক্রবার রাতে এসআই নুরুল ইসলাম এর নেতৃত্বে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের মামুন এন্ড ব্রাদার্স ব্রিক ফিল্ডের সামনে টোরা মুন্সিরহাট বাজার হতে কামতা যাওয়ার বেড়ি বাঁধের পাঁকা রাস্তার উপর আটকৃতদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে তল্লাশিকালে ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল ৩ জুলাই শনিবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।