চাঁদপুর জেলায় লকডাউনের তৃতীয়দিনে স্বাস্থবিধি না মানায় ১শ’ ৬৭ মামলায় ১শ’ ৬৭ জনকে ১ লাখ ২৯ হাজার ১শ’ ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম সদস্যদের সহায়তা সচেতনতামূলক প্রচারণা, মাইকিং ও মাস্ক বিতরণ করেন।
৩ জুলাই সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা সদর ও ৭ উপজেলার ইউএনও, সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার চাঁদপুর বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর জেলায় স্বাস্থ্যবিধি না মানায় ১শ’ ৬৭ মামলায় ১শ’ ৬৭ জনকে ১ লাখ ২৯ হাজার ১শ’ ৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে ১ সপ্তাহের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও চাঁদপুর জেলা সদর ও উপজেলা পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটেলিয়ান ও পুলিশ। শহরের লোকজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য মাইকিংসহ প্রচারণা অব্যাহত রয়েছে।