সারাদেশের ন্যায় চাঁদপুরেও করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ৮ জুলাই বৃহস্পতিবার প্রথম ধাপে কোভিড-১৯ হেলপ লাইন সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত পরীক্ষা করে ৩৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। করোনার তৃতীয় ধাপে এ পর্যন্ত চাঁদপুর সদরে ২ হাজার ৭শ’ ৬৬ জনের করোনা সনাক্ত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলায় করোনা সনাক্তকারীরা হলেন : চান্দ্রা ইউনিয়নে পুরুষ (৫১), কল্যাণপুর ইউনিয়নে পুরুষ (৬৫), মহিলা (৫৫), ল²ীপুর ইউনিয়নে মহিলা (৩৫), মহিলা (৫৫), রামপুর ইউনিয়নে মহিলা (৫৮), পুরুষ (৬২), পুরুষ (৬০), মঠখোলায় মহিলা (১৯), জজকোর্ট এলাকায় মহিলা (২৭), পুরুষ (২৯), মাদ্রাসা রোডে মহিলা (২৮), পুরুষ (২৭), তালতলা এলাকায় পুরুষ (৪০), প্রফেসরপাড়ায় মহিলা (৩৫), মহিলা (৪০), মিশন রোড এলাকায় মহিলা (২১), পূর্ব শ্রীরামদী পুরুষ (২১), ইচলী পুরুষ (২২), পুরাণবাজারে মহিলা (৪৮), মহিলা (৫৫), দক্ষিন গুনরাজদীতে শিশু (৪ বছর), শিশু (১৪ বছর), মহিলা (৬০), মমিনপাড়ায় পুরুষ (৩৫), চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মহিলা (২৭), মহিলা (৪০), বেলবিউ হাসপাতালে পুরুষ (২২), চিত্রলেখা মোড়ে পুরুষ (৫২), শিশু (১৪), রেলওয়ে কাঁচাকলোনী এলাকায় শিশু (৪), জিটি রোডে পুরুষ (৪০) ও মহিলা (৪৫) করোনায় আক্রান্ত হয়েছে।