Header Border

চাঁদপুর, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

দেড় হাজার পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার

দেড় হাজার পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার

কঠোর লকডাউনের ১২তম দিন পর্যন্ত চাঁদপুরে দেড় হাজার ইজিবাইক ও অটোরিকশা চালক, বেঁদে, হিজড়া, হরিজন, পরিবহন শ্রমিক, অসহায় ও দুস্থ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার।

১২ জুলাই সোমবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ১৮৪ ইজিবাইক ও অটোরিকশা চালক পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা (চাউল) তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এদেশের একটি মানুষও যেন অনাহারে না থাকে এবং কেউ যেন কষ্টে না থাকে। করোনাকালীন বিধিনিষেধ মানতে গিয়ে আপনারা সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন। এখন আপনাদের আগেরমত আয়-রোজগার নেই। আয়-রোজগার না থাকার কারনে আপনারা কষ্টে আছেন। কষ্ট লাঘবের জন্যে প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন।

জেলা প্রশাসক আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজে যারা বিত্তশালী, ব্যবসায়ী এবং স্বচ্ছল আছেন তারা কর্মহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আপনার দায়িত্ব রয়েছে প্রতিবেশীর খোঁজ খবর রাখা। আপনি খেয়ে থাকবেন, প্রতিবেশী না খেয়ে থাকবে, তাহলে আপনি ভালো প্রতিবেশী নন।

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিম প্রধান ওমর ফারুক ও সদস্য এমএ কুদ্দুছ রোকনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাড. আহসান হাবিব। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, কাজী মো. মেশকাতুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, কঠোর লকডাউনের শুরু থেকে জেলা প্রশাসনের হটলাইনে ফোন করে আবেদনকারী ৬শ’ ৩৫ পরিবারকে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে। একই সাথে কর্মহীন ইজিবাইক ও অটোরিকশা চালক, বেদে, হিজড়া, হরিজন, পরিবহন শ্রমিক ও দুস্থ ১হাজার ৪শ’২০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
বিএনপি-জামাত জনগণকে কিছু দিতে পারেনি বরং কেড়ে নিয়েছে – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
ফরিদগঞ্জে বন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ‘কলেজে’ উন্নীত!

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান