কচুয়ায় ছেলেকে ভাত দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বৃদ্ধা মা রাবেয়া খাতুন (৬০)-এর। ১২ জুলাই সোমবার বিকেলে হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের উত্তর ডুমুরিয়া সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন কচুয়ার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের উত্তরপাড়া হাজী বাড়ির আব্দুল সাত্তারের স্ত্রী।
নিহতের ছেলে আল-আমিন জানান, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের ডুমুরিয়া সিরাজ মিয়ার বাড়ি সংলগ্ন মোড়ে সড়কের পাশে আমার দাকান আছে। আমার মা বিকেলে টিফিন বক্সটি নিতে আসলে কচুয়ামুখী একটি পিকআপ ভ্যান আমার মাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় মাকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মায়ের অবস্থা অবনতি দেখে কুমিল্লা নেয়ার পথিমধ্যেই তিনি মারা যান।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।