চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ১৯ হেল্পলাইন স‚ত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যা বেড়েই চলছে। ১৩ জুলাই চাঁদপুর সদর উপজেলায় ৮ শিশুসহ ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এমনিভাবে প্রতিদিন চাঁদপুর সদর উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
যারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তারা হলো : মুক্তিযোদ্ধা সড়কে মহিলা (৩৬), গুয়াখোলা রোডে পুরুষ (২৭), তালতলায় শিশু (৭), মহিলা (২৫), মমিন পাড়ায় পুরুষ (৪০), ওয়ারলেসে শিশু (১৩), ব্যাংক কলোনিতে পুরুষ (২৩), পুরুষ (৩২), চেয়ারম্যানঘাটে পুরুষ (৩২), মহিলা (২৫), পুরুষ (২২), এসপি অফিস এলাকায় পুরুষ (৪৪), বাবুরহাটে মহিলা (৭০), পুরুষ (৩২), পুরুষ (৪২), শিশু (১৩), প্রফেসর পাড়ায় মহিলা (২৪), সাহেব বাজারে মহিলা (৩২), ঢালীরঘাটে পুরুষ (৩৫), পুরানবাজারে শিশু (৮), নিউ ট্রাকরোড পুরুষ (৪০), পুরুষ (৩৮), কোড়ালিয়া রোডে পুরুষ (৪৯), রঘুনাথপুরে পুরুষ (৫৫), চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পুরুষ (২২), শিশু (১২), মহিলা (৩৬), নিতাইগঞ্জে পুরুষ (২৫), পুরুষ (৪৮), আলগী পাঁচগাঁও মহিলা (১৬), পালপাড়া পুরুষ (৩০), চেয়ারম্যান ঘাটে শিশু (১০), চান্দ্রায় পুরুষ (৮০), মহিলা (২০), বাগাদীতে পুরুষ (৩৫), মৈশাদীতে পুরুষ (৭০), বিষ্ণপুরে পুরুষ (৬৫), শিশু (৫), পুরুষ (৩১), রামপুরে মহিলা (১৬), শিশু (৮), পুরুষ (২৩), ল²ীপুরে পুরুষ (৩৮) ও তরপুরচÐীতে মহিলা (৬০)।