Header Border

চাঁদপুর, বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)

মতলবে সরকারি বিধি নিষেধ অমান্য করে ট্রলারযোগে হৈ চৈ করায় অর্থদণ্ড

মতলবে সরকারি বিধি নিষেধ অমান্য করে ট্রলারযোগে হৈ চৈ করায় অর্থদণ্ড

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ নারায়নপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে সরকারি বিধি নিষেধ অমান্য করে ট্রলারযোগে বনভোজনের উদ্দেশ্যে জনসমাগম করা, উচ্চস্বরে স্পীকার বাজানো ও হৈ চৈ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের আওতায় ৫টি মামলায় ১১হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ ২৫ জুলাই রোজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হকের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করেন।

অভিযানের ভিত্তিতে জানা যায় যে, ফের লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধি নির্দেশ অমান্য করে ট্রলারযোগে নদীপথে বনভোজনের উদ্দেশ্যে বের হয়ে উচ্চস্বরে স্পীকার বাজানো ও হৈ চৈ করার অপরাধে ট্রলারের প্রতিনিধি, ভাড়াকৃত সাউন্ড স্পীকার দোকানের প্রতিনিধিসহ ৫ জনকে ৫টি মমলায় ১১হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি বনভোজনের খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে।

অতঃপর বনভোজনের জব্দকৃত খাদ্য সামগ্রী স্থানীয় এলাকার মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এ সময় অভিযানে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া সহ পুলিশ সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট ফাহমিদা হক বলেন, করোনার অতিমারি প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করুন। জরুরী প্রয়োজন ব্যতীত বাইরে ঘোরাফেরা করবেন না। সরকারি বিধি নিষেধ অমান্য করে জনসমাগম করায় তাদেরকে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
বিএনপি-জামাত জনগণকে কিছু দিতে পারেনি বরং কেড়ে নিয়েছে – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

জেলা সংবাদ এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান