চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ নারায়নপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে সরকারি বিধি নিষেধ অমান্য করে ট্রলারযোগে বনভোজনের উদ্দেশ্যে জনসমাগম করা, উচ্চস্বরে স্পীকার বাজানো ও হৈ চৈ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের আওতায় ৫টি মামলায় ১১হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ ২৫ জুলাই রোজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হকের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করেন।
অভিযানের ভিত্তিতে জানা যায় যে, ফের লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধি নির্দেশ অমান্য করে ট্রলারযোগে নদীপথে বনভোজনের উদ্দেশ্যে বের হয়ে উচ্চস্বরে স্পীকার বাজানো ও হৈ চৈ করার অপরাধে ট্রলারের প্রতিনিধি, ভাড়াকৃত সাউন্ড স্পীকার দোকানের প্রতিনিধিসহ ৫ জনকে ৫টি মমলায় ১১হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি বনভোজনের খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে।
অতঃপর বনভোজনের জব্দকৃত খাদ্য সামগ্রী স্থানীয় এলাকার মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এ সময় অভিযানে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া সহ পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট ফাহমিদা হক বলেন, করোনার অতিমারি প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করুন। জরুরী প্রয়োজন ব্যতীত বাইরে ঘোরাফেরা করবেন না। সরকারি বিধি নিষেধ অমান্য করে জনসমাগম করায় তাদেরকে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে।