ঈদুল আযহা পরবর্তী বিধি-নিষেধের কঠোর লকডাউন বাস্তবায়নে চাঁদপুর জেলা সদর ও ৭ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া, জেলার বাইর থেকে প্রবেশ করা ও সরকারি নির্দেশনা না মানার কারণে ২১৩ মামলায় ২১৩ জনকে ১ লাখ ৬১ হাজার ৬শ’ ৪০ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমান আদালত।
২৭ জুলাই মঙ্গলবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত এসব পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। রাতে দৈনিক চাঁদপুর বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান।
চাঁদপুর শহরের বাবুরহাট, ওয়ারলেছ মোড়, বঙ্গবন্ধু সড়ক, বাসস্ট্যান্ড, কালীবাড়ি, শপথ চত্বর, কুমিল্লা রোড, পালবাজার গেইটসহ উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এসব ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতে কুমিল্লা থেকে আগত সেনাবাহিনী, জেলা ও থানা পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ান সদস্য ও জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। একই সময় সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হয়।