চাঁদপুর জেলায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষে মোবাইল কোটের আওতায় মোট ৭টি মামলায় ৪হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি নারায়ণপুর ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে ড্রেজারের পাইপ কুপিয়ে বিনষ্ট ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আজ ১ আগস্ট রোজ রবিবার অবৈধ ড্রেজার স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট ফাহমিদা হক।
অভিযান সূত্রে জানা যায় যে, নারায়ণপুর ইউনিয়নে জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য এবং ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় ড্রেজারের পাইপ কুপিয়ে বিনষ্ট করে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় অভিযান পরিচালনার মাধ্যমে ড্রেজার সংযোগ বিনষ্ট ও বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় অভিযানে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, সহযোগিতা প্রদান করেন মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট ফাহমিদা হক বলেন, করোনা প্রতিরোধে সবাই স্বাস্থবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। যারা অসচেতন ভাবে চলাফেরা করছে তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে।
কৃষিজ উন্নয়নে বাঁধা সৃষ্টি করে এরূপ কাজ থেকে বিরত থাকুন। উপজেলার ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোটের অভিযান অব্যাহত থাকবে।