চাঁদপুরের মতলব দক্ষিণে করোনাকালীন সময়ে কঠোর লকডাউন চলমান অবস্থায় মতলব পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের শ্রমজীবী, অটো-চালক, রিকশাচালক, ভ্যান চালক, দিনমজুর পেশায় নিয়োজিত ও বেদে সম্প্রদায়ের ৫০টি পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২ আগস্ট রোজ সোমবার পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে কর্মহীন শ্রমজীবী মানুষ ও বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায় যে, পূর্বের ধারাবাহিকতায় পৌরসভার ৪নং ওয়ার্ডে বসবাসরত ৫০জন কর্মহীন শ্রমজীবী মানুষ ও বেদে সম্প্রদায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে। পৌরসভায় সর্বমোট ৬শ ৯৬ জন কর্মহীন শ্রমজীবী মানুষের পরিবারে প্রধানমন্ত্রীর এই উপহার বিতরণ করা হয়। এছাড়াও জানা যায় যে, পৌরসভার ৪টি পয়েন্টে ওএমএস আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয়ের কার্যক্রম চালু রয়েছে।
উক্ত খাদ্য সমাগ্রীর মধ্যে জন প্রতি ১৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি তেল,১ কেজি পেয়াজ ও ১ কেজি আলু রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান আনু, মতলব পৌরসভার সহকারি কর আদায়কারী মোঃ মাহমুদ হাসান জুয়েল।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির বাইরে অবস্থান করলে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। স্থানীয় এলাকায় বসবাসরত সকলের মধ্যে করোনা প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে। লকডাউনে কেউ খাদ্য কষ্টে থাকলে ত্রিপল থ্রী (৩৩৩) তে তথ্য দিয়ে যোগাযোগ করুন, খাদ্য পৌঁছে দেওয়া হবে আপনার দুয়ারে।