করোনার দ্বিতীয় প্রকোপে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। সংক্রমণের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশটি। তবে এবার মৃত্যুও রেকর্ড ভাঙলো।
তিন দিন ধরেই ভারতের দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। ওয়ার্ল্ডো মিটারের রবিবার (১৮ এপ্রিল) সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬০ হাজার ৭৭৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১ হাজার ৪৯৫ জন।
টানা তিন দিন ২ লাখের বেশি সংক্রমণ দেখার পর এবার তা আড়াই লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৪৭ লাখ সাড়ে ৮২ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন।
এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ; বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
জনস হপকিন্সের তথ্যমতে, এখন বিশ্বে করোনায় আক্রান্ত শীর্ষ তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। এই তিন দেশে মৃতের সংখ্যা সবমিলিয়ে ১০ লাখ ছাড়িয়েছে। আর গত সপ্তাহে প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।