চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামে প্রাইমারী স্কুলের দক্ষিণ পাশে ফসলি জমি হতে ড্রেজার ব্যবস্থার মাধ্যমে অবৈধ ভাবে বালি উত্তোলনের অপরাধে ড্রেজারের মালিক মোঃ সোহাগকে ভ্রাম্যমান আদালতের আওতায় অর্ধ লক্ষ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ৫ই আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া।
অভিযান সূত্রে জানা যায় যে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় অভিযুক্ত মোঃ সোহাগকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
অতঃপর জরিমানা ধার্যকৃত ড্রেজার মালিক মোঃ সোহাগ ভবিষ্যতে এধরনের কোন অবৈধ কাজ করবেন না বলে মুচলেকা প্রদান করেন।
এসময় অভিযানে সহযোগিতা প্রদান করেন মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যগণ।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া বলেন, কৃষিজ উন্নয়নে বাঁধা সৃষ্টি করে এরূপ কাজ থেকে বিরত থাকুন। উপজেলার ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোটের অভিযান অব্যাহত থাকবে।