চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ ৬ জনের মৃত্যু হয়। ৭ আগস্ট শনিবার দুপুর ২ট থেকে ৮ আগস্ট রোববার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা বিষয়ক ফোকাল পারসন ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল।
করোনায় মারা যাওয়া ব্যক্তি হলো : আব্দুর সাত্তার (৬৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে : সেলিনা বেগম (৪৫), মমতাজ বেগম (৮০), হাজি ফজলুল হক (৫৮), আ. সালাম (৫৭), নজরুল ইসলাম (৫২) ও চান মিয়া (৮০)। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনিবার পর্যন্ত করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯৩ জন।