Header Border

চাঁদপুর, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

হাজীগঞ্জে ৯ দিনে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

হাজীগঞ্জে চারদিকে শুধু মৃত্যুর সংবাদ। চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে করোনা আক্রান্ত এবং উপসর্গে ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ জানান, সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে গতকাল ৯ আগস্ট সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার কংগাইশ গ্রামের আব্দুল হামিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। এর আগে রোববার সকাল ৯ টায় উপজেলার রামপুর গ্রামে পিনুরানী (৭০) নামে এক নারী করোনা উপসর্গে মারা গেছে। তাকে এ দিন সকালে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়। একই দিন উপজেলার সোনাইমুড়ি গ্রামে আড়তি রানী শীল ( ৫৫) নামে অপর নারী করোনা উপসর্গে মারা গেছে। সে তার বাড়িতেই দীর্ঘদিন যাবত জ্বর-সর্দিতে ভুগছিলো।

এদিকে শনিবার বিকেলে হাজীগঞ্জ রেল স্টেশনের পাশের হাজী বাড়ির চাঁদমিয়া (৮০) নামে ১ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা গেছে। একই দিন উপজেলার সেন্দ্রা গ্রামে তাসলিমা (৪৫) নামে আরো ১ নারীর মৃত্যু হয়েছে।

এছাড়া সোমবার একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক)-এ জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার বদরপুর গ্রামের পÐিত বাড়ির বাবুল মিয়া ও হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক রহিম চেয়ারম্যানের বড় ভাই আ. মান্নান মৃত্যুবরণ করেছে। এ নিয়ে গত ৩ দিনে হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ ব্যক্তির মৃত্যু হয়েছে।

১ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত করোনা আক্রান্ত, উপসর্গ, জ্বর, সর্দিজনিত কারনে হাজীগঞ্জ উপজেলায় ৯ জনের মুত্যুর সংবাদ পাওয়া যায়।

এদের মধ্যে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত ব্যক্তিদেরকে উপজেলা দাফন-কাফন টিম দাফন ও সৎকার কাজ সম্পন্ন করেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচএম সোয়েব আহমেদ চিশতী বলেন, উপসর্গের মৃত্যুর খবর তালিকা হয় না। তবে এ পর্যন্ত আমাদের তথ্যমতে ২৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বিভিন্ন মাধ্যমে জানতে পারি, স্ট্রোক, জ্বর, সর্দিসহ বার্ধক্যজনিত কারনে মানুষ মৃত্যুবরণ করছে।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
বিএনপি-জামাত জনগণকে কিছু দিতে পারেনি বরং কেড়ে নিয়েছে – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
ফরিদগঞ্জে বন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ‘কলেজে’ উন্নীত!

জেলা সংবাদ এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান