Header Border

চাঁদপুর, রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

আবারো চাঁদপুরে শ্রেষ্ঠ হলেন ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ওসি মো. শহীদ হোসেন। এ নিয়ে ২য় বার জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন তিনি।
মঙ্গলবার মাসিক কল্যাণ সভায় আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার,মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিসহ সব ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় তাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম- বার তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।

জানা যায়, ফরিদগঞ্জ থানায় প্রথমে পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে যোগদানের পর তিনি নিজের মেধা, কর্মদক্ষতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে এ থানাতেই পদায়ন হয়ে পূর্ণাঙ্গ ওসি হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন।
ওসি হিসেবে দায়িত ¡গ্রহণের পরথেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে ইভটিজিং, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করেন। বিট পুলিশিং কার্যক্রমকে কাজে লাগিয়েও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়াও ওসি হিসেবে দায়িত্ববার গ্রহণের প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ ওসি পুরুস্কার পেয়েছেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন বলেন, পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। জেলা পুলিশ সুপার স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
বিএনপি-জামাত জনগণকে কিছু দিতে পারেনি বরং কেড়ে নিয়েছে – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
ফরিদগঞ্জে বন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ‘কলেজে’ উন্নীত!

জেলা সংবাদ এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান