চাঁদপুরে পদ্মা-মেঘনায় নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ ৫০ লাখ মিটার কারেন্ট জালসহ ৭ জেলে আটক হয়েছে। ১৬ আগস্ট সোমবার বিকেলে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে। জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনকালে ৫০ লাখ মিটার কারেন্ট জালসহ হাতে নাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলো : আব্দুল মালেক (৪০), কালু (৩২), আক্তার হোসেন (১৯), সুজন সরদার (৩০), আলআমিন (৩০), ওয়াসিম (২৭), শামিম (২৮)। এদের সকলের বাড়ি মতলব উত্তর উপজেলার চরমোদ এলাকায়।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, নৌ-পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয় এবং আমরা মেঘনা নদী থেকে প্রায় ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৭জেলে আটক করতে সক্ষম হয়েছি। নিয়মিত মৎস্য আইনে মামলা দিয়ে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নৌ-পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষার অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করেছি। নদী থেকে কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ ধরছে জেলেরা। তবে কারেন্ট জাল নিষেধ থাকলেও তারা মানছে না। সেই জন্য কারেন্ট জাল ও জেলেদের আটক করা হয়েছে। আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।