Header Border

চাঁদপুর, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

মতলবে খামার ব্যবস্থাপনায় এক ধাপ এগিয়ে “আল্লাহর দৃষ্টি” খামার

মতলবে খামার ব্যবস্থাপনায় এক ধাপ এগিয়ে "আল্লাহর দৃষ্টি" খামার

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে মোঃ নবাব মিয়া সরকারি চাকরী থেকে অবসর গ্রহণ করে বেকারত্ব দূরীকরণের লক্ষে সৃজনশীল প্রক্রিয়ায় নিজ উদ্যোগে পূর্ব শখ থেকে গড়ে তুলেছেন বিভিন্ন পশুপাখি প্রতিপালনের প্রতিষ্ঠান “আল্লাহর দৃষ্টি” খামার।

জানা যায় যে, তিনি ইউটিউব, ইন্টারনেট, উপজেলাস্থ প্রাণি সম্পদ ও কৃষি অফিস থেকে প্রযুক্তিগত কলাকৌশল আয়ত্ত করে ফার্মিং কার্যক্রমে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। দেশের বিভিন্ন জায়াগা নিজে পরিদর্শন করে উন্নত জাতের পশুপাখি সংগ্রহ করাই তার মূল লক্ষ্য। বর্তমানে তার খামারে নানা জাতের পশুপাখি রয়েছে। উল্লেখযোগ্য এগুলোর মধ্যে রয়েছে- ৪০ জোড়া তিতির পাখি, ২৫ পিছ চায়না হাঁস, ৫ জোড়া কবুতর, ১ জোড়া ঘুঘু পাখি, ৫ পিছ প্রাপ্ত বয়স্ক দেশি মুরগী, ২জোড়া বাজিগর পাখি, বড় ও ছোট বাচ্চা সহ ১৫ পিছ খরগোশ, ২ জোড়া গিনিপিকের ছোট বাচ্চা।

মতলবে খামার ব্যবস্থাপনায় এক ধাপ এগিয়ে "আল্লাহর দৃষ্টি" খামার

মতলবে খামার ব্যবস্থাপনায় এক ধাপ এগিয়ে “আল্লাহর দৃষ্টি” খামার

বিশেষ আকর্ষণ হিসেবে ফার্মে রয়েছে ১ জোড়া কালিম পাখি। প্রাপ্তবয়স্কক এক জোড়া কালিম পাখির মূল্য স্বাভাবিক ভাবে ৯ থেকে ১০ হাজার টাকা হয়ে থাকে।

চলতি বছরের মার্চ মাসে মোঃ নবাব মিয়া সব মিলিয়ে ফার্মে ২লক্ষ ৫০ হাজার টাকা ইনভেস্ট দিয়ে শুরু করেন। এই খামার তিনি ব্যবস্থাপনায় ৬শত স্কয়ার ফিটের একটি শেড তৈরি করেছেন। এপর্যন্ত পশুপাখি লালন পালনে দৈনিক তার প্রকৃত ব্যয় হচ্ছে সব মিলিয়ে ৮শ টাকার মত। প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকার মত খরচ রয়েছে। এখনও আয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয়নি। বেশ কিছু পশুপাখি সম্প্রতী বিক্রয়যোগ্য হয়ে এসেছে। ইতিমধ্যেই বেশির ভাগ পশুপাখির মধ্যে রোগ প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ করা করা হয়েছে। মানুষের প্রয়োজনে প্রাপ্ত বয়স্ক পশুপাখি কেজি বা পিছ হিসেবে বিক্রি করে আয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।

পশুপাখি প্রতিপালনে খামারে দৈনন্দিন খাদ্য তালিকায় রয়েছে সবুজ শাক-সবজি, উন্নত জাতের ঘাস ও বিভিন্ন ধরনের দানাদার খাবার।

নবাব মিয়ার বয়স এখন ৬০ ছুঁই ছুঁই। তার পিতার নাম- মৃতঃ আবু বক্কর সিদ্দিক খাকী। এই বয়সে তার সৃজনশীল কার্যক্রম সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। উল্লেখ্য যে, তিনি ১৯৮৭ সালে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর মতলব দক্ষিণে গাড়ী চালক হিসেবে ৩২ বছর নিযুক্ত ছিলেন। ২০২১ সালে তিনি সরকারি চাকুরী থেকে অবসর গ্রহন করেন।

বর্তমানে তিনি অবসর গ্রহণের পর বেকারত্ব দূরীকরণের লক্ষে দশ শতক যায়গায় বিভিন্ন পশুপাখি নিয়ে এই ফার্মিং কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি তিনি জায়গার খালি অংশে বিভিন্ন সবজি ও ফল গাছের চারা রোপন করেছেন। এর মধ্যে ফল জাতীয় গাছ হলো- কাজী পেয়ারা, আম্রপালি জাতের আম গাছ, বিভিন্ন জাতের কলা গাছ, সবজির মধ্যে রয়েছে- ঢেড়স, ডাটাশাক, পুঁইশাক, লাউ, কুমড়া, মূলা, বেগুন ইত্যাদি জাতের গাছ।

নবাব মিয়ার আকর্ষণীয় পশুপাখি পালনের খামার দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ ভীড় জমায়। তিনি ফার্মিং কার্যক্রমের পাশাপাশি ছোট একটি ঘরে নিজে থাকার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। ভবিষ্যতে আরও বড়ো পরিসরে পশুপাখি পালনের উদ্দ্যেশে তার ব্যাপক পরিকল্পনা রয়েছে।

“আল্লাহর দৃষ্টি” খামারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নবাব মিয়া বলেন, আমি প্রাথমিক অবস্থায় বাণিজ্যিক উদ্দ্যেশে নয়, ছোট পরিসরে মনের শখ থেকে পশুপাখি প্রতি পালন করার জন্য মনোনিবেশ করি। আমি পশুপাখি অনেক ভালোবাসি, ওরা হয়ত আমার ভালোবাসা টা বুঝতে পারে। জীবনে চলার পথে এটা আমার একটা স্বপ্ন ছিল বিভিন্ন জাতের পশুপাখি নিয়ে একটা বাসা বাঁধব। মহান আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া আমি আমার স্বপ্ন বাস্তবায়নে আজ সফল হয়েছি। আয়ের বিষয় নিয়ে কোন প্রকার দুশ্চিন্তা নেই, মহান আল্লাহ তায়ালা যা ভাগ্যে রেখেছেন তা ই হবে। যুব সমাজ যদি পশুপাখি পালনে আগ্রহ প্রকাশ করে তাহলে দেশে মাদকাসক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে নিজেকে দূরে রাখতে পারবে। আগ্রহী মানুষের জন্য আমি সর্বদা পরামর্শ দিয়ে সহায়তা করতে পারব। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় গড়ে তোলা খামার পরিদর্শনে অনেকেই আসে, তখন আমার অনেক ভালো লাগে। মানুষ অনেক কিছু জানতে চায়, অনেক কিছু আমাকে জানিয়ে যায়। যা থেকে অনেক জটিল বিষয়বস্তুু সহজসাধ্য হয় ও মনোবল বৃদ্ধি পায়।

আমি যে কোন সমস্যায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে থাকি। আমি যেন নিজেকে আরও সামনে এগিয়ে নিতে পারি, সবাই আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করবেন।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
চাঁবিপ্রবির প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ বাতিল, জমি ফেরত চান মালিকেরা
চাঁদপুরে তীব্র তাপদাহে ম্যাফের পক্ষ থেকে লিফলেট, পানি ও স্যালাইন বিতরণ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা

জেলা সংবাদ এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান