চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় এক মহিলাকে হুইল চেয়ার দিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। শারীরিক প্রতিবন্ধী এ মহিলা দীর্ঘদিন যাবৎ বহু মানুষের কাছে একটি হুইল চেয়ারের জন্য ধন্যা দিয়েছিলেন। কিন্তু কারো কাছে কোনো আশ্বাস না পেয়ে, তিনি চাঁদপুর পৌরসভা কার্যালয়ে এসে মেয়রকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিক মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল মহিলাকে একটি নতুন হুইল চেয়ার কিনে দেন এবং প্রতিবন্ধী মহিলার শারীরিক খোঁজ খবর নেন। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী মহিলা পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর চান মিয়া মাঝি, হাবিব দর্জি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনা বেগম প্রমুখ।