চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে আজ ১২ অক্টোবর রোজ মঙ্গলবার মহাসপ্তমীতে সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এর নির্দেশক্রমে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, মতলব দক্ষিণ থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আনসার সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই প্রত্যয়ে শারদীয় দূর্গোউৎসব নির্বিঘ্নে উদযাপন এবং আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।