কচুয়া উপজেলা রোডে( কড়ইয়ায়) ঢাকা গামী বিআরটিসি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাঁদপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থী ৩ জন (ছাত্র-১+ছাত্রী-২) পরীক্ষার্থীসহ নিহত ৪ জন এবং আহত ২ জন। প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা এবং চালকদের বেপরোয়া ড্রাইভিং বন্ধের দাবিতে বাকা সড়কে সরলিকরন,স্পিড ব্রেকার ও দক্ষ চালকের মাধ্যমে দূর্ঘটনা রোধে নিরাপদ সড়কের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং সেই সাথে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করছে। আয়োজনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ কচুয়া উপজেলা শাখা।
সেই সময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের চাঁদপুর জেলার যুগ্ম আহবায়ক আজম শরীফ।কচুয়া ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল রাহাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন,অর্থ বিষয়ক সম্পাদক সাজেদুল হাসান স্বপন, প্রচার প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন এবং ছাত্র যুব অন্যান্য নেতৃবৃন্দ এবং সেই সাথে উপস্থিত ছিলেন মরহুমদের আত্মীয় স্বজনরা।