Header Border

চাঁদপুর, রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

প্রধানমন্ত্রী চান সকল মানুষ ভাল থাকুক – শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

প্রধানমন্ত্রী চান সকল মানুষ ভাল থাকুক - শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল জনগণের উন্নত ও সুন্দর জীবন নিশ্চিত করার লক্ষে কাজ করছেন। দেশের প্রতিটি মানুষ তিনি যেখানেই বসবাস করেন না কেন, চরে হোক, হাওড়ে হোক অথবা পাহাড়ে হোক যেকোনো জায়গায় হোক, সে যেন একটি উন্নত সুন্দর জীবন পায় তা তিনি নিশ্চিত করছেন।

৩০ নভেম্বর মঙ্গলবার বিকেলে হাইমচরের নীলকমল, হাইমচর ও গাজীপুর ইউনিয়নের অফ গ্রিড (চর) প্রত্যন্ত এলাকায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকদিন পর চরাঞ্চলে আসলাম। আগের চাইতে এখন প্রতিটি ঘরই খুব সুন্দর। আগে যে রাস্তা মাটির ছিলো, এখন সেই রাস্তায় ইটা বিছানো। কয়েকদিন পর এই সড়কগুলোই পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে আপনাদের সাথে কথা বলতে বলতে এসেছি কয়েক মাইল। এখন উন্নয়ন হয়েছে, তাই অটোরিকশা করে এসেছি, যার কারনে অনেকের সাথে কথা বলতে পারিনি। উন্নয়নের কারণে আপনারা সবাই আগের চাইতে অনেক ভালো আছেন। আল্লাহর ইচ্ছা এসব হয়েছে। এরপর উচিলা হিসেবে শেখ হাসিনার কারণে এসব উন্নয়ন কাজ সম্ভব হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা ভাবতে পারি চরের মধ্যে সর্বোচ্চ সৌর বিদ্যুৎ থাকবে। কিন্তু বিদ্যুৎ আসবে আপনারা কখনো ভাবেননি। আজকে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ। সড়কের উন্নয়ন। আপনাদের গায়ের পোষাকগুলোও আগের চাইতে ভাল। এসব দিয়েও উন্নয়নের রূপ দেখা যায়। শিশুদের স্বাস্থের অবস্থাও ভাল। সবমিলিয়ে আমরা বলতে পারি, আল্লাহ আমাদের একটি উন্নত জীবন দিয়েছে। আর এ জন্য আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহর কাছে তার জন্য সুস্থতা কামনা করি।

মন্ত্রী বলেন, আপনাদের সকলের দাবি হচ্ছে চরাঞ্চলকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করা। তবে নদী শাসন করা খবু সহজ কাজ নয়। ২০০৮ সালে আমি প্রথম নির্বাচনের সময় এসে কথা বলে দেখেছি আপনাদের কষ্ট। এসে দেখলাম একজনের বাড়ি কয়েকবার ভাঙছে। বার বার বাড়ি ঘর সরাতে হচ্ছে। আমার কাছে বিষয়টি খুবই বেদনাদায়ক মনে হয়েছে। আমি তখন বলেছি, আমি যদি নির্বাচিত হই। তাহলে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। নির্বাচিত হওয়ার পর আমি কথা রেখেছি। হাইমচর-চাঁদপুর মেঘনা নদীর ভাঙন থেকে স্থায়ী রক্ষা বাঁধ হয়েছে। ১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ হয়েছে। অল্প কিছু বাকি ছিলো, সেই কাজ চলমান রয়েছে। চাঁদপুর শহর রক্ষা বাঁধের কাজও শুরু হবে ইনশাআল্লাহ।

দীপু মনি বলেন, চরাঞ্চল বাঁধ দেয়ার প্রসঙ্গ আসলে, পানি উন্নয়ন বোর্ড বলে চর কীভাবে বাঁধবো। চরে বাঁধ দেয়া খুবই কঠিন কাজ। কঠিন হলেও যেসব এলাকায় বেশি ভাঙে সেখানে প্রতিরোধের ব্যবস্থা করা হবে। আমাদের জনপ্রতিনিধিরা এসব ভাঙন প্রতিরোধের জন্য মন্ত্রণালয়গুলোতে যোগাযোগ করছে। আমরা চেষ্টা করছি চরাঞ্চল স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য। আমাদের প্রধানমন্ত্রী চান সকল মানুষ ভাল থাকুক। কোনো লোক যেনো নদী ভাঙনের শিকার হয়ে সর্বশান্ত না হয়।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজলো পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওযারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবলসহ ১৪৪ কিলোমিটার লাইন টেনে ৪৯টি গ্রামের ২ হাজার ১ জন গ্রাহক বিদ্যুতায়নের আওতায় এসেছে। এতে নির্মাণ ব্যয় হয়েছে ৩৮ কোটি টাকা।

চাঁদপুর টেলিভিশন সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
আওয়ামী লীগ নেতাকে গলা কেটে খুন, গ্রেপ্তার ৪
লন্ডভন্ড সেন্টমার্টিন, ২ জনের মৃত্যু
প্রবাসে কেন বাড়ছে শ্রমিকের মৃত্যু
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
ছাত্র অধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখা নতুন কমিটি ঘোষণা
কুমিল্লায় ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত চার

চাঁদপুর সদর এর আরও খবর

সম্পাদক : মোঃ মেহেদী হাসান