ফরিদগঞ্জে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মুত্যু হয়েছে। গতকাল ১৮ এপ্রিল রোববার দুপুরে ৭নং পাইকপাড়া ইউনিয়নের কাঁশারা গ্রামের মিজি বাড়ির বেলায়েত হোসেনের আড়াই বছরের শিশু খাদিজা আক্তার পরিত্যাক্ত পুকুরে ডুবে মারা যায়।
শিশুটির পরিবার জানান, রোববার সকালে খাদিজা বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। এরই মধ্যে খেলাবস্থায় সকলের অগোচরে পুকুরে পড়ে যায়।
তাকে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরে নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।