চাঁদপুর জেলার মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামে “আসুন ভালো থাকি, সবাইকে ভালো রাখি” এই শ্লোগান কে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্ত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় জেলে ও বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী উপলক্ষে এই ভালো কাজটি সু-সম্পন্ন হয়। বিকাল ৩টায় ধনাগোদা নদীর পাড়ে শীতবস্ত্র বিতরণ করে- স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্ত ফাউন্ডেশন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্ত ফাউন্ডেশনের নবাগত উপদেষ্টা চয়ন ঘোষ, ৪নং ওয়ার্ড ক্রীড়া ভিত্তিক যুব সংগঠনের সহ সভাপতি মোঃ রাসেল আহমেদ সহ তরুন স্বেচ্ছাসেবক রাকিব হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ আরাফাত রহমান, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুপ্ত,পরিচালক জান্নাতুল মাওয়া।