চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাস্থ উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রাম থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
আজ ২১ ডিসেম্বর রোজ মঙ্গলবার সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত-এর নির্দেশক্রমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া সহ সঙ্গীয় ফোর্স এসআই হাবিবুর রহমান ও মোঃ ছগির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গাভাঙ্গা গ্রামের ঈদগাহ বাজারে মানিকের দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ আবু সাঈদ সাগর (২৭)-এর কাছ থেকে ৮ কেজি ও মোঃ খোরশেদ আলম খান (৩৫) কাছ থেকে ৬ কেজিসহ মোট ১৪ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া জানান, মাদক ব্যবসায়ী খোরশেদের বিরুদ্ধে অত্র থানায় পূর্বে ৭টি ও সাগরের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আটক ২ জনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। পরে আটককৃত দু’জনকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।