বাসে আগুন লাগার সময় ১৬ জন যাত্রী ছিলেন। তাৎক্ষণিক বাস থেকে নামতে পারলেও এক নারী আটকে পড়েন। তাকে উদ্ধারে অসংখ্য মানুষ এগিয়ে এলেও মুহূর্তেই তিনি জীবন্ত পুড়ে যান। মৃতের মধ্যে আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনাটি ঘটেছে ভারতে।
জানা যায়, এছাড়া এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার ১৯ জানুয়ারি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সেই প্রতিবেদনের বলা হয়, সুরাটের ভারাছা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা এটি। আগুন লাগার পর অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। বাসটিতে মাত্র একটি দরজা ছিল। আগুন লাগার পর যাত্রীদের চিৎকারে পথচারীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন।
এদিকে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন লেগেছে। ওই সময়ে স্থানীয়রা অনেকেই মোবাইলে ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়। সেই ভিডিওতে জ্বলন্ত বাসের সামনে পথচারীদের দাঁড়িয়ে আটকে পড়াদের উদ্ধারে হাহাকার করতে দেখা গেছে।