চাঁদপুরের মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড উদ্দমদী গ্রামের কাজী বড়ীতে আমির হোসেন কর্তৃক ৬ বছরের শিশুকে (ভাতিজী) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ জানুয়ারি রাতে ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ধর্ষককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাজী বাড়ীর ৬ বছরের শিশু কন্যা রাত পৌঁনে নয়টায় পাশের ঘরের দাদার কাছে যায়। তখন তার দাদা ঘুমিয়ে পড়ায় তার আপন চাচা আমির হোসেন (১৭) ওই শিশুকে তার কক্ষে নিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। শিশুটির হাক-ডাক চিৎকারে তার মা, বাবাসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক আমির হোসেন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে ওই শিশু ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। শিশুর মা ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে দেবর আমির হোসেনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং ধর্ষক আমির হোসেনকে আটক করা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হয়েছে।